ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দির রায়পুরে মহামায়া মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৩-১৫ ১৬:৩১:৫৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর উত্তরপাড়ায় সার্বজনীন মহামায়া মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। 
  গতকাল ১৫ই মার্চ বেলা ১২টার দিকে উদ্বোধন অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুবোধ কুমার মৈত্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, সাধারণ সম্পাদক নিতিশ কুমার মন্ডল, বহরপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল কান্তি সাহা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীত কুমার রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক কমল চন্দ্র ভৌমিক ও কোষাধ্যক্ষ সুমন মৈত্র প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহ। 
  উল্লেখ্য, রায়পুর উত্তরপাড়ার বাসিন্দা উজ্জ্বল গুহ, সুশান্ত গুহ ও সুমন মৈত্র’র দানকৃত ৩শতাংশ জমিতে এলাকাবাসীর অর্থায়নে এই সার্বজনীন মহামায়া মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ