বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই মার্চ সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী ও বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বিশ^ ভোক্তা অধিকার দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।