ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মানবিক মূল্যবোধ থেকেই মানুষের পাশে রয়েছে যশোর সেনানিবাসের সদস্যরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-০২ ১৪:৫২:১৪
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনা নিবাসের প্রতিটি সদস্যরা করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব হতে মানুষকে সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত রাস্তায় জীবাণুনাশক স্প্রে ব্যবহার অব্যাহত রেখেছে -মাতৃকণ্ঠ।

দেশপ্রেম আর মানবিক মূল্যবোধ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনা নিবাসের প্রতিটি সদস্য।
  নিজের জীবন বিপন্ন করে রাত-দিন সড়কে সড়কে টহল দিচ্ছেন তারা। করোনার মহাপ্রলয়ের সময়েও নির্ভীক সেনা সদস্যরা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব হতে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত রাস্তায় জীবাণুনাশক স্প্রে ব্যবহার অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  এছাড়াও সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ী এবং গণপরিবহন কর্মীদের সচেতনতামূলক উপদেশ প্রদান অব্যাহত রেখেছেন তারা। 
  অন্যদিকে আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী ও রাস্তা মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনগণকে সচেতনের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাবে যশোর সেনানিবাসের প্রতিটি সেনা সদস্যরা।    

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ