ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশায় আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৩-২৭ ১৮:৩৩:৪৫
পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত শুক্রবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ২৬শে মার্চ সকালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপিত হয়েছে। 

  এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

  অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)।

  অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার, আওয়ামী লীগ নেতা মোঃ মনজুর কাদের মাসুদ, মোবায়দুল হক চুন্নু, গোবিন্দ কুন্ডু, স্বেচ্ছাসেবক লীগ নেতা, নাজমুল হাকিম রুমী, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ফল ব্যাবসায়ী সমিতি লীগের আহবায়ক রফিকুল ইসলাম মোল্লা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ