প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান সাধারণ ছুটি ও চলাচলে নিষেধাজ্ঞাকালীন সময়ে রাজবাড়ী জেলার অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, দোকান-পাট, শপিংমল-বিপণী বিতান সীমিত পরিসরে খোলা রাখা এবং সীমিত পরিসরে চলাচলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গতকাল ৬ই মে বেলা ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌরসভার মেয়র, জেলার ৫টি উপজেলার চেয়ারম্যানগণ, সেনাবাহিনীর প্রতিনিধি, রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।