ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশার কশবামাজাইলে দুইরাতে গোলোযোগে মহিলাসহ আহত-৪
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৩-৩০ ১৪:৪৩:৫৭
পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামের নয়ন মল্লিক গত সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষের হামলায় আহত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামে পরপর দুই রাতে গোলোযোগের ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৪জন আহত হয়েছে। 

  গত ২৮শে মার্চ ও ২৯শে মার্চ রাত ৭টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে কুঠিমলিয়াট গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ গোলোযোগের ঘটনা ঘটেছে।

  জানা যায়, গত রবিবার সন্ধ্যার পর কুঠিমালিয়াট গ্রামের ফিরোজ শেখ(৪০) নামের এক ব্যক্তি হামলার শিকার হন। সে কুঠিমালিয়াট গ্রামের কালাম শেখের ছেলে। স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছে। পরদিন সোমবার সন্ধ্যা রাত ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে হামলার শিকার হন চা দোকানী শাহিন মল্লিক(৩৫), তার স্ত্রী লিমা খাতুন(২৬) ও ছোট ভাই নয়ন মল্লিক(২২)। শাহিন মল্লিককে মারধরে সময় তাকে রক্ষা করতে বাধা দিলে হামলাকারীরা লিমা খাতুন ও নয়ন মল্লিককে মারপিট করে। নয়ন মল্লিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা-ফাটা-জখম হয়েছে। লিমা খাতুনের পিঠ, মাজাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা-জখম হয়েছে। সোমবার রাতেই নয়ন মল্লিক ও লিমা খাতুনকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  শাহিন মল্লিক জানান, ফিরোজ শেখ তার ফুফাতো ভাই। রবিবার রাতে ফিরোজ শেখের উপর হামলার ঘটনায় সে বাধা দিলে ওই রাতেই তাকে হুমকি দেয় এবং দোকান বন্ধ রাখতে বলে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় ইউপি সদস্য বাবলু মেম্বারকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে ইউপি মেম্বার তাকে দোকান খোলার অনুমতি দেন। এরপরও শাহিন মল্লিক ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পূর্ব দ্বন্দ্বের জের ধরে একই গ্রামের সুমন মোল্লা, রাজন ও মাহফুজসহ এলাকার ৮/১০ জনের একটি দল এ মারধর ঘটনার সাথে জড়িত বলে জানান ক্ষতিগ্রস্ত চা দোকানী শাহিন মল্লিক।

  রাতেই গোলোযোগের খবর পেয়ে কশবামাজাইল ক্যাম্পের পুলিশ এলাকায় টহল কার্যক্রম জোরদার করে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ