সংযুক্ত আরব আমিরাতের ২টি বিদেশী কনস্ট্রাকশন কোম্পানী থেকে ২৭৩ জন বাংলাদেশী শ্রমিককে ছাটাই করে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
গত ৪ঠা জুন বিকালে তাদেরকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমিরাতে কর্মরত এই বাংলাদেশী শ্রমিকদের কোম্পানী থেকে ছাটাই হয়ে দেশে ফিরে আসতে হলো।