ঢাকা শনিবার, নভেম্বর ১, ২০২৫
মধুখালীতে ৪৯১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-১
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০৪-২১ ১৫:০৮:৪৭
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক মধুখালীতে উপজেলার আড়পাড়া টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৪৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে -মাতৃকণ্ঠ।

 ফরিদপুরের মধুখালীতে উপজেলার আড়পাড়া টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৪৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

  র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং কোম্পানী  স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২১শে এপ্রিল বুধবার ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া টোল প্লাজা এলাকায় চেক পোস্ট পরিচালনা করে মোটর সাইকেল আরোহী মাদক ব্যবসায়ী সুমন বিশ^াস(২৯)কে  ৪৯১ বোতল ফেন্সিডিলসহ আটক র‌্যাব।

  আটক সুমন বিশ্বাস ঝিনাইদহ জেলার মহেশপুর  উপজেলার আলামপুর গ্রামের  প্রদীব বিশ^াসের ছেলে ।

  উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত সুমন বিশ্বসকে মধুখালী থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
সর্বশেষ সংবাদ