বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাহবুবুর রহমান পিপিএম(বার) গতকাল ২৮শে এপ্রিল দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা বিশেষ শাখার(ডিএসবি) এবং সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, জেলা বিশেষ শাখার ডিআইও-ওয়ান ইন্সপেক্টর মোঃ সাইদুর রহমান এবং সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
এর আগে অতিরিক্ত ডিআইজি(অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাহবুবুর রহমান,পিপিএম(বার) গতকাল ২৮শে এপ্রিল বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌছালে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।