রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে জামালপুর ইউনিয়ন পরিষদে ২০৯০ জন পরিবারে মধ্যে ভিজিএফ ৩০ কেজি চালের পরিবর্তে ৪৫০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, আমার বাড়ী-আমার খামারের সমন্বয়ক বিধান কুমার দাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার ও ইউনিয়ন পরিষদের সচিব বিধান রায় উপস্থিত ছিলেন।