ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ী জেলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করে পুরস্কৃত হলেন এসআই হিরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-২৭ ১৪:৩৫:১১

রাজবাড়ীতে ১মাসে সর্বোচ্চ ২জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ১০ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার ও মোটর সাইকেল উদ্ধার করে জেলার শ্রেষ্ঠ এসআই হিসবে রাজবাড়ী সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস মাসিক কল্যাণ সভায় নগদ অর্থ পুরস্কার পেয়েছেন।

  গত ২৫শে মে সকালে পুলিশ লাইন্সের ড্রিলসেডে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মার্চ ও এপ্রিলে প্রশংসনীয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার ৫টি থানার ৪৮ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে জেলার শ্রেষ্ঠ এসআই হিসবে রাজবাড়ী সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস ৫হাজার টাকা অর্থ পুরস্কার পান। 

  সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)  মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, এএসপি প্রবেশনার ও সকল থানার ওসি এবং পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

  রাজবাড়ী থানার এসআই হিরন কুমার বিশ্বাস বলেন, পুরস্কার পাওয়ায় আগামী দিনগুলোতে পুলিশ বিভাগে আমার আরো ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের ইভেন্ট সম্পন্ন
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে বিশেষ ব্রিফিং
সর্বশেষ সংবাদ