ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দি উপজেলায় ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৬-০২ ১৪:৪৭:৪১
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা গতকাল বুধবার সকালে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা শিশু ও নারী উন্নয়ন কমিটির বাস্তবায়নে এবং এউপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় ১২দিন ব্যাপী এই ব্লক বাটিকের উপর প্রশিক্ষণ শেষে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

  উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন ও জাইকা’র প্রতিনিধি নাজি-উর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

  সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫জন  প্রশিক্ষনার্থীর মধ্যে ৩হাজার টাকা সম্মানী ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ