ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বালিয়াকান্দিতে ২শত পিস ইয়াবাহসহ রিফাত গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৪ ১৪:২২:৫৫
বালিয়াকান্দি থানা পুলিশ গত ১৩ই জুন দুপুরে মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ বিক্রেতা রিফাত শেখকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পাশে মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ বিক্রেতা রিফাত শেখ (২৭)কে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। 

  গত ১৩ই জুন দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

  বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফাইজুরখান, এএসআই শহিদুল, এএসআই ইলিয়াস ও এএসই  ইউসুফের নেতৃত্বে বালিয়াকান্দি থানার পাশে মাদ্রাসা রোড এলাকায়  অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রিফাতকে গ্রেপ্তার করি। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়। গতকাল ১৪ই জুন সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলা হাজতে প্রেরণ করে।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ