ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী সদরের এড়েন্দায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৫ ১৫:২০:৪১
র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৫ই জুন বিকালে রাজবাড়ী সদর উপজেলার এড়েন্দা গ্রামে অভিযান চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ বিক্রেতা সরোয়ার মোল্লাকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামে গতকাল ১৫ই জুন বিকালে অভিযান চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ বিক্রেতা সরোয়ার মোল্লা (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। 

  গ্রেপ্তারকৃত সরোয়ার মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বড়নুরপুর গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। 

  র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজবাড়ী সদর উপজেলার এড়েন্দা গ্রামে মাদক বিক্রির জন্য এক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় অবস্থায় ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় ১৯১ পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীম কার্ড, ১টি মোবাইল ফোন ও ১টি মোটর সাইকেলসহ সরোয়ারকে গ্রেপ্তার করি। পরে উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ