ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রশাসকগণের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৬ ১৫:২৯:৪৯
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গতকাল ১৬ই জুন ঢাকা বিভাগের উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও রাজস্ব সভা এবং জেলা প্রশাসকগণের সমন্বয় সভা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গতকাল ১৬ই জুন ঢাকা বিভাগের আঞ্চলিক চোরাচালান নিরোধ কমিটি সভা, উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও রাজস্ব সভা এবং জেলা প্রশাসকগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

  বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সকল সভা ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

  সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) একেএম মাসুদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিন ও ঢাকা বিভাগের  স্থানীয় সরকারের পরিচালক ড. মোঃ আমিনুর রহমান,এনডিসি এবং রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন।

  এ সময় ঢাকা বিভাগের সার্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং কিভাবে সেগুলো সমাধান করা হবে সেই বিয়য়গুলো তুলে ধরা হয়। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ