ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গতকাল ১৬ই জুন ঢাকা বিভাগের আঞ্চলিক চোরাচালান নিরোধ কমিটি সভা, উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও রাজস্ব সভা এবং জেলা প্রশাসকগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সকল সভা ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) একেএম মাসুদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিন ও ঢাকা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড. মোঃ আমিনুর রহমান,এনডিসি এবং রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা বিভাগের সার্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং কিভাবে সেগুলো সমাধান করা হবে সেই বিয়য়গুলো তুলে ধরা হয়।