ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
কালুখালীতে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরির চেষ্টা॥৪জন গ্রেপ্তার
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-১৮ ১৪:৪২:৫৬
কালুখালী উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ডে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরির চেষ্টাকালে গতকাল ১৮ই জুন ভোরে পুলিশ ৪জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ডে মুহাম্মদ আলীর মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরির চেষ্টাকালে ৪জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে কালুখালী থানা পুলিশ। 

  গতকাল ১৮ই জুন ভোরে দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিম তাদেরকে গ্রেপ্তার করা হয়।

  গ্রেপ্তারকৃতরা হলো ঃ কুষ্টিয়া জেলার খোকসা থানার শ্যামগঞ্জ গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম হৃদয়(২৩) ও একই থানার বরইচাড়া গ্রামের রহিম মন্ডলের ছেলে আজাদ মন্ডল(২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টারের গ্রামের জয়দার সরদারের ছেলে নুরু সরদার(২০) ও দৌলতদিয়া সিনেমা হলের পিছনে আফজান খাঁয়ের ছেলে কাওসার খাঁ(১৯)।

  কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ডে মুহাম্মদ আলীর মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরির উদ্দেশ্যে দোকানে তালা ভাঙে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশের জরুরী ডিউটিকে নিয়োজিত এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম চোর চক্রের ৪জন সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করে।

  পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় দঃ বিঃ’র ৩৭৯/৫১১ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।

গোয়ালন্দে একই দিনে পৃথক স্থানে শিশুসহ ৩জনের মৃত্যু
গাজায় গণহত্যার প্রতিবাদে দৌলতদিয়ায় মানববন্ধন
পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২জন বিক্রেতা গ্রেফতার
সর্বশেষ সংবাদ