ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
গোয়ালন্দে ডিবি’র অভিযানে ১০ মামলার আসামী শহিদ খন্দকার ইয়াবাসহ গ্রেপ্তার
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-২৩ ১৫:৫৭:৫২
রাজবাড়ী ডিবি’র একটি দল গত ২২শে জুন রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ ১০ মামলার আসামী শহিদ খন্দকারকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় কেসমতের হোটেলের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ ১০ মামলার আসামী শহিদ খন্দকার (৪০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। 

  গত ২২শে জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদ গোয়ালন্দ ঘাট থানার বাহির চর দৌলতদিয়া শাহাদত মেম্বারের পাড়ার মৃত সৈয়দ খন্দকারের ছেলে।

  রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই আতাউর রহমান ও এসআই নাজমুলের নেতৃত্বে একটি টিম গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়ায় কেসমতের হোটেলের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মাদকের ১০ মামলার আসামী শহিদ খন্দকারকে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মাদক মামলা দায়ের করা হয়। এরপর তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ