ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-২৫ ১৫:১৩:১৭
রাজবাড়ীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের গতকাল ২৫শে জুন ৬টি মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ৬টি মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ২৫শে জুন দুপুরে রাজবাড়ীর বাজার, ডায়াবেটিকস হাসপাতাল মোড়, গোদার বাজার ঘাট পর্যটন স্পট, উড়াকান্দা বাজার পর্যটন স্পট ও দাদশী বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আসাদুজ্জামান।

  নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আসাদুজামান বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৬টি মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আপনারা সবাই সরকারের নির্দেশনা মেনে চলুন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। মাস্ক পরিধান করুন, করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধ করুন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে রাজবাড়ী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

 মহান মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী
বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ