রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৪শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৪শে জুন বেলা ১১টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন চত্ত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। ইউপি সচিব মোঃ ইউনুস হোসেন, ইউপি সদস্য মাসুদ করিম, আব্দুল লতিফ ও সঞ্জয় কুমার হালদার এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিড়া।