ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-২৭ ১৪:৩৪:১২
পাংশা উপজেলাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় গতকাল রবিবার ১৪টি মামলায় ৯ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ১৪টি মামলায় ৯ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ২৭শে জুন দুপুরে পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন।

  সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনিম আওন বলেন, স্বাস্থ্যবিধি না মানায় পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪টি মামলায় ৯ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় অভিযানে সহযোগিতা করেন পাংশা থানা পুলিশের একটি টিম। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ