রাজবাড়ী জেলার কালুখালীতে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাজিব হোসেন মুরাদ(৩২) এর অকাল মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২৪শে জুন অসুস্থ্য অনুভব করলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউ’তে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবশেষে গত ২৬শে জুন রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
পরে ঐ দিন রাতেই তার মরদেহ রতনদিয়া ইউনিয়নের টেংড়াপাড় গ্রামে নিয়ে আসায় হয়। গতকাল ২৭শে জুন সকাল ১১টায় আশরাফুল উলুম কওমী মাদরাসা ও কেন্দ্রীয় গোরস্থানে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
মৃত রাজিব হোসেন মুরাদ রতনদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুক্তার হোসেনের বড় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।