ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
করোনা সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-২৯ ১৪:৪৩:২২
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান গতকাল ২৯শে জুন বিকেলে করোনা সংক্রমণ প্রতিরোধে সদর উপজেলার ভান্ডারিয়া বাজার, খানখানাপুর বাজার এবং নিমতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন -মাতৃকণ্ঠ।

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় গতকাল ২৯শে জুন বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সদর উপজেলার ভান্ডারিয়া বাজার, খানখানাপুর বাজার এবং নিমতলা বাজারে  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

  এ অভিযানে স্বাস্থ্যবিধি পালনে জনগনকে পরামর্শ ও উৎসাহ দেওয়া হয়। সরকারী আইন অমান্য, স্বাস্থ্যবিধি লংঘন এবং মাস্ক ব্যবহার না করায় খানখানাপুরে জাবেদ টি স্টলের মালিক ও নিমতলা জননী হোটেল এন্ড রেস্তোরাঁর মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

  অভিযানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক এবং রাজবাড়ী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ