রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ভ্রাম্যমান আদালতে ৮জন ব্যক্তিকে ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১০ই জুলাই বিকালে রাজবাড়ী শহরের বাজার, মুরগী ফার্ম, কাজীবাঁধা, মাটিপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা বলেন, রাজবাড়ী সদর উপজেরার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ৮ ব্যক্তিকে ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এ সময় অনেককে সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মানতে নিদের্শনা প্রদান করা হয়। অভিযানে রাজবাড়ী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।