ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা আগামী ২০ জুলাই
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-১০ ১৫:১২:০৭

সৌদি আরবে আগামী ২০শে জুলাই পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। 
  এদিকে গত শুক্রবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা যায়নি। সৌদি সুপ্রিম কোর্ট একথা জনায়। খবর এএফপি’র। 
  সৌদি রয়্যাল কোর্ট জানায়, ‘জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করা যায়নি। অতঃপর আরবী মাসের হিসাব অনুযায়ী শনিবার জ্বিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে রোববার হচ্ছে জিলহজ্ব মাসের প্রথম দিন।’ 
  হিসাব অনুযায়ী, ২০২১ সালের ২০শে জুলাই মঙ্গলবার ঈদুল আযহা পালিত হবে। এদিকে জিলহজ্ব মাসের ৮ তারিখে (১৮ই জুলাই) হজ শুরু হবে। এ সময় হজযাত্রীরা মিনায় যাবেন এবং ১২ জিলহজ্ব (২২শে জুলাই) তা শেষ হবে। উম্মি আরাফা(আরাফার ময়দানে অবস্থান) হবে ২০২১ সালের ১৯শে জুলাই।
  এ বারের হজের জন্য চাওয়া প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণ করে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সৌদি আরব ৬০ হাজার যোগ্য প্রার্থী পাওয়ায় দেশটি অনলাইনে হজের নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে। গত ১৩ই জুন তারা এ নিবন্ধনের কাজ শুরু করেছিল

 

সরকার হজ্ব যাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর ঃ ধর্মমন্ত্রী
ঈদের দিনে করণীয়-বর্জনীয়
ঈদের নামাজ আদায় করবেন যেভাবে
সর্বশেষ সংবাদ