ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষকে সহায়তা দিয়েছে ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২০-০৬-১৩ ১৬:২৫:৫৪
করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়েছে ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ -মাতৃকণ্ঠ।

করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়েছে ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’। 
  সংস্থার কোভিড-১৯ সাড়াদান কর্মসূচীর পরিচালক সাগর মারান্ডী জানান, এ পর্যন্ত দেশের ২৪টি জেলার ১৮ হাজার ৬৮৪টি পরিবারকে নগদ সাড়ে ৬ কোটি টাকা প্রদান করা হয়েছে। তার মধ্যে শহরাঞ্চলের ২হাজার ১৬৬টি পরিবারকে ৫ হাজার টাকা করে এবং গ্রামাঞ্চলের ১৬ হাজার ৫১৮টি পরিবারকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 
  একটি ব্যাংকের মাধ্যমে একটি মোবাইল ব্যাংকিং অপারেটরের সহযোগিতায় নির্বাচিতদের মোবাইল ব্যাংক একাউন্টে সরসারি এই অর্থ পাঠানো হয়েছে। এছাড়া এ পর্যন্ত ১২ হাজার ৩৩০টি পরিবারকে ৮ লক্ষ ৪৩ হাজার ৬৪০ পিস হাইজিন কীটস এবং ১লক্ষ ৭১হাজার ৭১৭টি পরিবারকে ৬ লক্ষ ৩৬ হাজার ১১২ পিস মাস্ক প্রদানসহ স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে। 
  উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড ভিশন’ একটি খ্রিস্টান মানবিক উন্নয়ন সংস্থা, যা প্রায় ৫০ বছর ধরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করছে   -প্রেস বিজ্ঞপ্তি 

ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা কমিটি গঠন
পাল্টা কমিটি গঠনের জেরে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব দুলালকে অব্যাহতি
রাজবাড়ী পৌরসভার ৪টি ওয়ার্ড ছাত্রলীগের কমিটির অনুমোদন
সর্বশেষ সংবাদ