ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বৃষ্টি উপেক্ষা করে বালিয়াকান্দির ৭টি ইউপিতে কোভিড-১৯ টিকা নিতে সাধারণ মানুষের ভিড়
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৮-০৭ ১৪:১৭:০০

বালিয়াকান্দিতে বৃষ্টি উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই কোভিড-১৯ টিকা নিতে শত শত নারী ও পুরুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে উপস্থিত হয় টিকাদান কেন্দ্রে। 

  গতকাল শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন, নবাবপুর ইউনিয়ন, জঙ্গল ইউনিয়ন, নারুয়া ইউনিয়ন, জামালপুর ইউনিয়ন, বহরপুর ইউনিয়ন ও ইসলামপুর ইউনিয়নে টিকাদান কেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করে মোট ৪ হাজার ৩৯৭ জন টিকা গ্রহন করেন। 

  এদিকে নবাবপুর ইউনিয়ন, বহরপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।

  এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান উপস্থিত ছিলেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ