ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালী উপজেলায় গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৮-১৫ ১৬:০৪:০৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ১৫ই আগস্ট গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন নানা কর্মসূচী পালন করেছে।

  গতকাল রবিবার সকাল ৯টায় উপজেলা শহরের চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালুখালী থানা, পাংশা হাইওয়ে থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব-জোনাল অফিস, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, অগ্রণী ব্যাংক লিঃ কালুখালী শাখা, সোনালী ব্যাংক লিঃ কালুখালী শাখা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ, কালুখালী মহিলা কলেজ, পল্লী সঞ্চয়ী ব্যাংক, রূপসা মেধা চয়ন একাডেমীসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।

  পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

  এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আঃ খালেক মাষ্টার, নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী সভা সঞ্চালনা করেন।

  আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু তার পরিবারের শাহাদতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  কালুখালী উপজেলা আওয়ামীলীগ ঃ কালুখালী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

  পরে উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

  সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাষ্টার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, বদর উদ্দিন সরদার, নির্মল কুমার সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহবায়ক সোহেল আলী মোল্লা, অন্যতম সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

  পরে বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ