ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৮-৩০ ১৪:২৩:৩৬
বালিয়াকান্দিতে গত ২৯শে আগস্ট বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় -মাতৃকণ্ঠ।

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
  গত ২৯শে আগস্ট বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে এই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
  বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম।
  অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) আব্দুল মান্নাফ, মৎস্য চাষী ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক ও ক্ষেত্র সহকারী মোঃ রাওফুর মোরসালিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ