রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১০ই সেপ্টেম্বর সকালে মনোয়ারা কুতুবউদ্দিন কম্পিউটার একাডেমী কেন্দ্রে জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) ৬ ও ৩ মাস মেয়াদী কোর্সের (জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর ২০২০ এবং জানুয়ারী-মার্চ ২০২১ সেশন) ২০২০ ও ২০২১ সনের চূড়ান্ত লিখিত পরীক্ষা স্বাস্থ্য বিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, পাংশা সরকারী কলেজ ভেন্যুতে মনোয়ারা কুতুবউদ্দিন কম্পিউটার একাডেমি, মা কম্পিউটার একাডেমি, ব্লু বার্ড কম্পিউটার ইন্সটিটিউট ও কালুখালী কম্পিউটার ইন্সটিটিউটের মোট ২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মিজানুর রশিদ, হল সুপার মামুন-উর রশিদ জোয়াদ্দার, সহকারী হল সুপার শামিমা আক্তার মিনু, কমিটির সদস্য শামীম আহম্মেদ, মোজাহার আলী ও রুপ কুমার দায়িত্ব পালন করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।