ফেসবুক ভিত্তিক ‘বাংলাদেশী লেডিস গ্রুপ ইউএই’ এর মিলনমেলা ও পরিচিতি অনুষ্ঠান গত ১০ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রুপের পেজের এডমিন লিজা হোসাইন, মডারেটর লাবণ্য আদিল, সাঈদা আবছার, পারভীন জলি, গ্রুপ এক্সপার্ট মাকসুদা খানম, রুনা লায়লা, নওরিন রিম, শারমিন রাখি, নাজমা সুলতানা, এন.জে নিশু, নাসরিন আকতার, শাহানা পারভীন, সালমা আক্তার মেরী, জাহিদা জাবিন, আয়েশা হ্যাপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শেষে কেক অনুষ্ঠান উদযাপন করা হয়। আমিরাতের বিভিন্ন এলাকা থেকে গ্রুপের সদস্যরা সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।