করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে।
এ উপলক্ষে গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় কর্তৃপক্ষ।
এ সময় অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য তনয় চক্রবর্তী শম্ভুসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বরণকালে প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, ঝড় থেমে যাবে, মেঘ কেটে যাবে, আলো আসবেই। এসো হে শিক্ষার্থীবৃন্দ, স্পন্দিত হও বিদ্যালয় প্রাঙ্গণে। এছাড়াও তিনি সকলকে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন।