রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বড় হুজুর পাক হযরত সৈয়্যদ শাহ্ রশীদ আলী আল কাদেরী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদী ওয়াল মেদিনীপুরী (আঃ) এর চেহলাম পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভক্তদের (পীর ভাইবোন) আয়োজনে খানকা শরীফ প্রাঙ্গণে কোরআনখানী এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আঞ্জুমান-ই-কাদেরীয়া তরিকার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম দুলাল, ইঞ্জিঃ রফিকুল ইসলাম, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মোক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শেখ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ ফজলুল হক, মোকছেদ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
খানকা শরীফের মাদ্রাসাতু সাবিইল হাসানের শিক্ষক মাওলানা রোকন উদ্দিন কাদেরী বলেন, গত ১৬ই আগস্ট বড় হুজুর পাক ইন্তেকাল করেছেন। তিনি হযরত মুহাম্মাদ (সঃ) এর ৩৫তম বংশধর এবং বড়পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) এর ২২তম বংশধর ছিলেন।