রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুরে মরহুম আব্দুল জলিল মিয়া প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকালে নলিয়ার মরহুম আব্দুল জলিল মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়া। মরহুম আব্দুল জলিল মিয়া স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়লের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি থানার ওসি মোঃ তারিকুজ্জামান, অন্যান্য অতিথিদের মধ্যে জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার কায়সার হামিদ, জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, আব্দুল জলিল মিয়া জুট মিলস লিমিটেডের প্রজেক্ট হেড নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
খেলার পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আব্দুল জলিল মিয়া জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম ফরিদ হোসেন বাবু মিয়া। খেলায় সোনালী অতীত ক্লাব ঢাকা ৩-০ গোলে পাবনার এসোসিয়েশন অব সৌখিন ফুটবল কাশিনাথপুরকে পরাজিত করে।