রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আইবিএন ইয়ুথ এসোসিয়েশন নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল জাকির আহম্মেদ প্রাথমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ও হুলাইল জাকির আহম্মেদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদল, তৈয়বুর রহমান পার্থ, চুন্নু খান, সিনিয়র সহ-সভাপতি রেজোয়ান সেখ রাজন, সহ-সভাপতি আব্দুস ছাত্তার শেখ, দপ্তর সম্পাদক রাসেল জোয়ার্দ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক রোমান বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিহাদ মৌলিক, আবু বক্কার সিদ্দিক, আসিফ মন্ডল, রাশিদুল খান, রিফাত মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।