ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় শারদীয় দুর্গোৎসব পালনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৯-২৪ ১৪:৩৪:১৬

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ পালনে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ মতবিনিময় সভা করেছে। গতকাল ২৪শে সেপ্টেম্বর দুপুরে মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস (সাগর), নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, কশবামাজাইলের স্বপন কুমার বিশ্বাস, মৌরাটের প্রণয় কুমার বাগচি, সরিষার অরুন কুমার সেন, কলিমহরের বিধান চন্দ্র বিশ্বাস, মাছপাড়ার অধ্যাপক আশীষ কুমার বর্ধন, বাবুপাড়ার প্রণব কুমার রায়, হাবাসপুরের দেব প্রসাদ, বাহাদুরপুরের দেব গোপাল শর্মা ও যশাই এলাকার সুমন পাল প্রমূখ বক্তব্য রাখেন।
 মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু। উপস্থাপনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাস।
মতবিনিময় সভায় পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক শিব শঙ্কর চক্রবর্তী, কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, অপূর্ব কুমার বিশ্বাস (বাবলূ), বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পূজা অর্চনা পালনসহ পূজা মন্ডপে সরকারী নির্দেশনা পালনের গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতে করোনাসহ বিভিন্ন সময়ে পূজা উদযাপন পরিষদের মৃত্যুবরণ করা ব্যক্তিদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এবং বিশেষ অতিথি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ