ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে দুই জন গাঁজাসেবীর ৩ মাস করে জেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৫ ১৫:৫০:০৬

রাজবাড়ীর গোয়ালন্দে ২ জন গাঁজাসেবীকে ৩ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গত ২৪শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম জেল প্রদান করেন। এরপর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত গাঁজাসেবীরা হলো-রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত লালচাঁদ শেখের ছেলে রাশেদুল শেখ (৩২) ও একই গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে আরজু বিশ্বাস (২৯)।

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ