ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা
  • মোখলেছুর রহমান
  • ২০২১-০৯-২৯ ১৫:০৪:৩৪
রাজবাড়ীর কালুখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর কালুখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় কালুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম হেলাল উদ্দিন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, সহকারী উপজেলা প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মানিক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ইলিশের প্রধান প্রজননকাল উপলক্ষে আগামী ৪ঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোর পর্যন্ত ২২ দিন কালুখালী উপজেলার নদী এলাকায় মৎস্যজীবীদের ইলিশ আহরণ থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ