ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে পাংশার একটি হোটেলকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৯ ১৫:০৫:০৬
রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকালে পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় -মাতৃকন্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকালে পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 
   অভিযানকালে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করার দায়ে রাব্বি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আলীম শেখকে বাংলাদেশ হোটেল রেঁস্তোরা আইনের সংশ্লিষ্ট ধারায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ