ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সান্নিধ্যের স্মৃতি ঃ আমার পিতা একিউএম তোবারক হোসেন
  • জুলফিকার আলী
  • ২০২০-০৬-২১ ১৪:৩০:১৮
একিউএম তোবারক হোসেন।

আমার পিতা একিউএম তোবারক হোসেন। একজন আদর্শ পিতা। একজন আদর্শ শিক্ষক। একজন আলোকিত মানুষ। একজন প্রতিষ্ঠাতা। একজন জনপ্রতিনিধি। প্রথম চাকরী পেয়েছিলেন ‘সাব-রেজিস্ট্রার’ এর। কিন্তু নীতিগত কারণে সেই চাকরীতে যোগদান করেন নাই। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। প্রথম চাকরী কসবামাজাইল হাই স্কুলে। দ্বিতীয় চাকরী বেলগাছীর এ. জেড হাই স্কুলে। ১৯৬২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত এই দু’টি স্কুলে চাকরী করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭৪ সাল বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা তখন গোয়ালন্দ সাব-ডিভিশনের(মহকুমার) বাসিন্দা। অবিভক্তকালে আমরা ছিলাম মৌরাট ইউনিয়নের (বর্তমান পাংশা উপজেলার) বাসিন্দা। আমার দাদা মরহুম হাফিজ উদ্দিন মোল্লা মৌরাট ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। দেশ স্বাধীনের পর মৌরাট ভেঙ্গে বোয়ালিয়া ইউনিয়নের(বর্তমান কালুখালী উপজেলার) জন্ম হয়। যুদ্ধ-বিধ্বস্ত দেশে জাতির ক্রান্তিকালে, গ্রাম-বাংলার অবকাঠামো উন্নয়নের অঙ্গীকারে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে স্থানীয় সরকারের প্রথম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাবা ১৯৭৪ সালে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় ভাইস চেয়ারম্যানের একটি পদ ছিল। একদিকে বেলগাছী হাই স্কুলে শিক্ষকতা, অন্যদিকে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন। দু’টিই অত্যন্ত পবিত্র দায়িত্ব। সে সময়ে ইউনিয়ন পরিষদের নিজস্ব অফিস না থাকায় আমাদের বাড়ীর কাচারী ঘরটাই ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। পাড়া বেলগাছী গ্রামের মিহির কাকা ইউনিয়ন পরিষদের সেক্রেটারী হিসেবে আমাদের বাড়ীতেই থাকতেন। গ্রাম পুলিশের দফাদার আকবর কাকা, মোজাম্মেল কাকা, মজিদ কাকা, মোহর আলী কাকা, শম্ভু কাকার কথা, ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আফতাব কাকা, মমিন কাকা, ইয়াকুব কাকা, নাজিম সর্দার কাকা, খলিল কাকা, আজগর ভাইয়ের কথা এখনও মনে আছে। আমাদের ভাই-বোনদের উনারা সবাই আদর করতেন। তখন আমাদের এলাকা জুড়ে চরম অস্থিরতা ছিল। জাসদের গণবাহিনী, কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি ও পরেত পার্টির খুবই তোড়জোর। তখন পাংশায় রক্ষী বাহিনীর ক্যাম্পে প্রায়ই সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ডেকে নিয়ে যার যার এলাকার সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ধরিয়ে দেয়ার জন্য বলা হতো। আব্বা পাংশা থেকে বাড়ী ফিরতেই কমিউনিস্ট পার্টির লোকজন, জাসদের লোকজন হুমকি দিয়ে যেত যেন তাদের নাম বলা না হয়। মাঝে মাঝে আন্ডার গ্রাউন্ডের লোকজন আব্বাকে রাতের বেলায় বাড়ীর বাইরে নিয়ে সারা রাত আটকে রেখে সকালে ছেড়ে দিত। সে এক বিভীষিকাময় অধ্যায় আমাদের পরিবারের। ওদিকে রক্ষী বাহিনীর কমান্ডার চেয়ারম্যানদের পাংশা জর্জ পাইলট স্কুল সংলগ্ন পুকুরের পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখতো। শুধুমাত্র আমার আব্বা একজন প্রধান শিক্ষক ও তৎকালীন এসডিও সাহেবের কাছের লোক হিসেবে এবং প্রবীণ ব্যক্তিত্ব হওয়ায় মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী খানকে পুকুরের পানিতে নামানো হতো না। আব্বার মুখে এসব শুনেছি। ১৯৭৪ সালে বিদেশী চক্রান্তে আমাদের দেশে খাদ্য সংকট দেখা দেয়। বঙ্গবন্ধুর সরকার ক্ষুধার্ত মানুষের জন্য প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে পৌঁছে দিতেন। সেই সময় এমপি ছিলেন খন্দকার নূরুল ইসলাম সাহেব। আব্বা এবং খন্দকার সাহেব দু’জনেই কুষ্টিয়া কলেজের ছাত্র ছিলেন। সে সুবাদে তাদের মধ্যে জোরদার সম্পর্ক ছিল। আমি তাকে দেখেছি ১৯৭৪ এর দুর্ভিক্ষের সময় ত্রাণ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আমাদের বাড়ীতে আসতে। কারণ ইউনিয়ন পরিষদের কার্যালয় ছিল আমাদের বাড়ীতে। সেই প্রথম ছাত্র জীবনে এমপি দেখেছিলাম। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। বিপুল ভোটে আমাদের রাজবাড়ী-২ আসনের এমপি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জননেতা মোঃ জিল্লুল হাকিম। আমি তখন ঢাকা শহরের পরিচিত একজন সাংবাদিক। সেই খন্দকার নূরুল ইসলাম এমপি ও বর্তমানে মোঃ জিল্লুল হাকিম এমপি। দু’জনের সঙ্গেই আমাদের পরিবারের ঘনিষ্ঠতা। আব্বা নূরু ভাই বলতে পাগল ছিলেন। কুষ্টিয়া কলেজের অনেক স্মৃতির কথা তিনি আমাদের বলতেন। মিতুল হাকিম আব্বার ছাত্র। সে সুবাদে জিল্লু ভাই ও ভাবীর সাথে আব্বার বেশ দেখা-সাক্ষাৎ হতো। আব্বার চেহলামে এমপি দম্পতি আমাদের গ্রামের বাড়ীতে এসেছিলেন। এজন্য আমাদের পরিবার তার কাছে কৃতজ্ঞ। তিন বছর মেয়াদের চেয়ারম্যান কাল শেষ হওয়ার পর আব্বা ঢাকায় এসে প্রথমে নীলক্ষেত হাই স্কুলে, পরে উদয়ন বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক হিসেবে যোগদান করেন। ৮ বার ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজী সেকেন্ড পার্টের হেড এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার লেখা ইংরেজী গ্রামার বই অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সহাযক বই ও অত্যন্ত সমাদৃত। 
  সারা জীবন তিনি শিক্ষা-দীক্ষা নিয়েই ব্যস্ত থেকেছেন। জায়গা-জমি, ধন-সম্পত্তি, অর্থ-বিত্ত এসবের ধার ধারতেন না। ১৯৭৩ সালে বেলগাছীর এ.জেড হাই স্কুলের প্রধান শিক্ষক থাকা অবস্থায় নিজ এলাকায় এক একর ১৯ শতাংশ জমি ক্রয় করে সরাসরি স্কুলের নামে রেজিস্ট্রি করে দেন। এলাকার শিক্ষিত বেকার ছেলেদের নিয়ে পাঁচটিকরী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ২০১৩ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বিদ্যালয়টি জাতীয়করণ করে। ২০১৮ সালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিদ্যালয়টিকে দ্বিতল ভবনে রূপান্তরিত করেন। আব্বাকে প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন। বিদ্যালয়ের অফিস কক্ষে প্রতিষ্ঠাতার একটি ছবি এমপি মহোদয়ের অনুমতি সাপেক্ষে ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে বিদ্যমান রয়েছে। 
  গত ২০শে জুন ছিল মহান এই ব্যক্তির ৩য় মৃত্যু বার্ষিকী। এ দিন পারিবারিকভাবে বাদ মাগরিব স্থানীয় কয়েকটি মসজিদে তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তার বিদেহী আত্মার শান্তির জন্য সকলেই দোয়া করবেন-এই অনুরোধ জানাচ্ছি। (লেখক ঃ সিনিয়র সাংবাদিক এবং সভাপতি, কালুখালী উপজেলা প্রেসক্লাব, রাজবাড়ী)।

 “সাপ্তাহিক সাহসী সময় এবং সময়ের সাহসী পথ চলার ইতিকথা”
নোবেল প্রাপ্তির শতবর্ষ এবং বাঙলা মায়ে’র রবী ঠাকুর
“ভয়ংকর এক রাতের কাহিনী”
সর্বশেষ সংবাদ