সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন হওয়ায় রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আরিফুজ্জামান ও রেজওয়ানা নাহিদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ৩রা অক্টোবর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি দিলসাদ বেগম তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।