ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিদায় বেলায় ওসি’র সুসজ্জিত গাড়ীতে বাড়ী ফিরলেন রাজবাড়ী থানার কনস্টেবল রফিকুল
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-০৪ ১৪:৪০:২২

সততা ও নিষ্ঠার সঙ্গে ৩৪ বছর পুলিশ বাহিনীতে চাকরী করে অবসরে গেলেন রাজবাড়ী থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম। 
   এ উপলক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ও রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের উদ্যোগে গত ৩রা অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী থানায় প্রথমে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় তার সকল সহকর্মীগণ উপস্থিত ছিলেন। তার মতো ভালো একজন সহকর্মীর বিদায় বেলায় সহকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সহকর্মীরা তার হাতে ক্রেস্ট, পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এরপর থানার সামনে থেকে ফুল ও বেলুন দিয়ে ওসি’র সুসজ্জিত গাড়ীতে করে তাকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
   এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, রফিকুল ইসলাম অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। তিনি সকলের সাথে ভালো ব্যবহার করতেন। দীর্ঘ ৩৪ বছর তিনি মানুষকে তিনি সেবা দিয়েছেন। এ কারণে তার বিদায় বেলায় আমরা চেষ্টা করেছি তাকে সম্মানজনকভাবে বিদায় দিতে। তাকে এই ব্যতিক্রমী বিদায় দিতে পেরে আমাদের ভালো লাগছে। তিনিও এই ধরনের বিদায় পেয়ে খুশি হয়েছেন। 

 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ