রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ৫ই অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্প্রতি বজ্রপাতে নিহত জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের সৈয়দ আলী স্ত্রী হেলেনা বেগমের হাতে অনুদানের ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন ।