ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
করোনার সংক্রমণ প্রতিরোধে মাঠে রয়েছে সেনাবাহিনী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-২৩ ১৪:৫০:৪৫
করোনার সংক্রমণ প্রতিরোধে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে রয়েছে -মাতৃকণ্ঠ।

করোনার সংক্রমণ প্রতিরোধে নিজেদের জীবনকে বিপন্ন করে মানবিক হৃদয় নিয়ে মাঠে রয়েছে সেনাবাহিনী। 
  এরই ধারাবাহিকতায় যশোর সেনানিবাসের সেনা সদস্যরা সামাজিক দূরত্ব ও এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি দুস্থ  মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে ঘুরাফেরা না করতে উদ্বুদ্ধকরণ, বেশী বেশী হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন স্বাস্থ্য বিধি মেনে চলার সচেতনতামূলক প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করছেন। 
  এছাড়া যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক ইতিমধ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গণপরিবহন মনিটরিং, করোনা সংক্রমিত এলাকায় সেনাবাহিনীর টহল জোরদারসহ নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 
  অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রার উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্বাবধানে ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ দ্রুত গতিতে মেরামতের কাজ এগিয়ে চলেছে। এর পাশাপাশি পানিবন্দী মানুষের মধ্যে সুপেয় পানি ও ত্রাণ বিতরণ, দরিদ্র মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী মেরামত করে দেয়া, সিমেন্ট শীট বিতরণ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ