ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫জন ব্যবসায়ীর জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-২৬ ১৪:৫৪:০৫
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর ও বালিয়াকান্দি বাজারে গতকাল ২৬শে অক্টোবর সকালে অভিযান চালিয়ে ৭জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর ও বালিয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে ৭জন ব্যবসায়ীকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  গতকাল ২৬শে অক্টোবর সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় ১ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, পাটজাত পণ্য আইনে ২ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, মাতৃদুগ্ধ ও শিশু বিকল্প আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ৫শত টাকা জরিমানা করা হয়। 
  জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ