চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল ১০ই নভেম্বর এই ১৪টি ইউনিয়নসহ মোট ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন হচ্ছে- মিজানপুর, দাদশী, খানগঞ্জ, চন্দনী, সুলতানপুর, শহীদওহাবপুর, পাঁচুরিয়া, বরাট, বানীবহ, রামকান্তপুর, মূলঘর, খানখানাপুর, বসন্তপুর ও আলীপুর।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫শে নভেম্বরের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল, ২৯শে নভেম্বর যাচাই-বাছাই, ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ এবং ৬ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রায় দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৩শে ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।