রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৫ই নভেম্বর বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ বছর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পাংশা উপজেলায় ২জন অসচ্ছল ব্যক্তির চিকিৎসার সহায়তা হিসেবে প্রত্যেকের ৫ হাজার টাকা করে দুইজনের মোট ১০ হাজার টাকা এবং উপজেলার ১৬টি পূজা মন্দিরের নামে মোট ৭৬ হাজার টাকা অনুদান দেয়।
সোমবার বিকেলে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগরের পাংশা শহরস্থ ব্যবসায়িক কার্যালয়ে অনুদান প্রাপ্ত ব্যক্তি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।