ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শীতের আগমনে গোয়ালন্দে লেপ তোষকের কারিগরদের ব্যস্ততা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১১-১৭ ১৩:৪৫:৫৬
শীতের আগমনী বার্তায় গোয়ালন্দে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা বেড়েছে -মাতৃকণ্ঠ।

শীতের আগমনী বার্তায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা বেড়েছে। 

  শীত মোকাবেলায় উপজেলার চরাঞ্চল ও গ্রামীণ জনপদের বাসিন্দারা আগেভাগেই লেপ-তোষক জোগাড় করা শুরু করেছেন। অনেকে পুরনো লেপ-তোষক ভেঙ্গে নতুন করে বানিয়ে নিচ্ছেন, আবার অনেকে নতুন লেপ-তোষক ও বালিশের অর্ডার দিচ্ছেন। 

  গোয়ালন্দ বাজারের একটি লেপ-তোষকের কারিগর রাসেল ব্যাপারী বলেন, তিনি বছরের অন্যান্য সময় অন্য কাজ করে। শীত এলে লেপ-তোষক তৈরীর কাজ করেন। অনেক দৈনিক মজুরীর ভিত্তিতে, আবার অনেকে চুক্তিতে কাজ করেন। 

  একই  বাজারের লেপ-তোষকের দোকানী মিন্টু মল্লিক বলেন, শীত জেঁকে না বসলেও অনেকে আগেভাগেই লেপ-তোষক বানানো শুরু করে দিয়েছেন। এ বছর ক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে বেশী। 

  খানখানাপুর বাজারের লেপ-তোষকের দোকানী আলমাস শেখ বলেন, শীতের সময়ে তাদের বেচাকেনা বেশী হয়। ক্রেতাদের অর্ডার অনুযায়ী কাজের পাশাপাশি তিনি রেডিমেড তৈরী জিনিসও বিক্রি করছেন।

  কাকলী আক্তার নামে এক গৃহবধূ বলেন, শীতে মোটা কাঁথা-কম্বল যাই বলেন না কেন-লেপ ছাড়া শীতের মজা জমে না।

  এছাড়া গ্রামে গ্রামে লেপ-তোষকের ফেরীওয়ালারও নেমে পড়েছেন। এসব মৌসুমী ফেরীওয়ালারা শীত এলে ভ্যানে করে লেপ-তোষক বিক্রিতে নেমে পড়ে। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ