ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোট আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-২৭ ১৩:২৪:৫৭
তৃতীয় ধাপে আজ ২৮শে নভেম্বর রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে -মাতৃকণ্ঠ।

আজ ২৮শে নভেম্বর চলমান দশম ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপে রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

 অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  কালুখালী উপজেলার ৭টি ইউপির মোট প্রার্থী ৩৫২ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৫২ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার মোট ভোটার ১ লক্ষ ২৬ হাজার ৯৯৮ জন। তার মধ্যে ৬৪ হাজার ৯৭০ জন পুরুষ ও ৬২ হাজার ২৮ জন মহিলা ভোটার। রতনদিয়া ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ৬৫১ জন। তার মধ্যে ১২ হাজার ১৩৯ জন পুরুষ ও ১১ হাজার ৫১২ জন মহিলা ভোটার। বোয়ালিয়া ইউনিয়নের মোট ভোটার ১৮ হাজার ২৭১ জন। তার মধ্যে ৯ হাজার ৩৪৭ জন পুরুষ ও ৮ হাজার ৯২৪ জন মহিলা ভোটার। মাজবাড়ী ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৪৬ জন। তার মধ্যে ৮ হাজার ১৭৬ জন পুরুষ ও ৭ হাজার ৮৭০ জন মহিলা ভোটার। মদাপুর ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৪৬৪ জন। তার মধ্যে ৭ হাজার ৮৪৭ জন পুরুষ ও ৭ হাজার ৬১৭ জন মহিলা ভোটার। মৃগী ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ৩০৩ জন। তার মধ্যে ১৯ হাজার ৭৯১ জন পুরুষ ও ৯ হাজার ৫১২ জন মহিলা ভোটার। সাওরাইল ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৭২০ জন। তার মধ্যে ১১ হাজার ২৮০ জন পুরুষ ও ১০ হাজার ৪৪০ জন মহিলা ভোটার।

  বালিয়াকান্দি উপজেলা ঃ অপরদিকে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউপির মোট প্রার্থী ৩২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২২৬ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন। তার মধ্যে ৮৬ হাজার ৪১৬ জন পুরুষ ও ৮৩ হাজার ১৬৮ জন মহিলা ভোটার। বালিয়াকান্দি সদর ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ৪৮ জন। তার মধ্যে ১১ হাজার ৫৫৯ জন পুরুষ ও ১১ হাজার ৪৮৯ জন মহিলা ভোটার। জামালপুর ইউনিয়নের মোট ভোটার ২৪ হাজার ৪৮১ জন। তার মধ্যে ১২ হাজার ৪৯২ জন পুরুষ ও ১১ হাজার ৯৮৯ জন মহিলা ভোটার। বহরপুর ইউনিয়নের মোট ভোটার ২৭ হাজার ৬০৫ জন। তার মধ্যে ১৪ হাজার ৫৭ জন পুরুষ ও ১৩ হাজার ৫৪৮ জন মহিলা ভোটার। ইসলামপুর ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ২১৮ জন। তার মধ্যে ১২ হাজার ৮৮১ জন পুরুষ ও ১২ হাজার ৩৩৭ জন মহিলা ভোটার। নবাবপুর ইউনিয়নের মোট ভোটার ৩১ হাজার ৪৯৭ জন। তার মধ্যে ১৬ হাজার ১৭২ জন পুরুষ ও ১৫ হাজার ৩২৫ জন মহিলা ভোটার। নারুয়া ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ১৪২ জন। তার মধ্যে ১০ হাজার ৮৪৩ জন পুরুষ ও ১০ হাজার ২৯৯ জন মহিলা ভোটার। জঙ্গল ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৫৯৩ জন। তার মধ্যে ৮ হাজার ৪১২ জন পুরুষ ও ৮ হাজার ১৮১ জন মহিলা ভোটার। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ