ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় উপজেলায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২১-১১-২৯ ১৩:৪৯:২৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, শরিষা, কলিমহর ও কসবামাজাইল ১০টি ইউপিতে আগামী বছরের ৫এউ জানুয়ারী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে। 

  এ লক্ষ্যে গত ২৭শে নভেম্বর ৫ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ই ডিসেম্বর। এ লক্ষ্যে গতকাল সোমবার ২৯শে নভেম্বর থেকে পাংশার বিভিন্ন ইউপির সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।

  জানা যায়, উৎসবমূখর পরিবেশে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এ পর্যন্ত ১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১২জন ইউপি মেম্বার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

  পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলিম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি নিজে বাহাদুরপুর ও হাবাসপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন যশাই ও মাছপাড়া ইউপি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মারফুদ-উল ইসলাম কলিমহর ও কসবামাজাইল ইউপি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বাবুপাড়া ও শরিষা ইউপির এবং পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন পাট্টা ও মৌরাট ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। 

  অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলিম।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ