ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে ফলাফল ঘোষণার পর ভোট কেন্দ্রে পরাজিত দুই মেম্বার প্রার্থীদের হামলা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১১-২৯ ১৪:০৭:০২
বালিয়াকান্দিতে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ২৮শে নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভোট কেন্দ্রে পরাজিত মেম্বার প্রার্থীদের হামলার ঘটনা ঘটেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোট কেন্দ্রে পরাজিত মেম্বার প্রার্থীদের হামলার ঘটনা ঘটেছে। 

  গত ২৮শে নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ভোট কেন্দ্রে এলোপাতাড়িভাবে ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি নির্বাচনী কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল ও ২টি মাহেন্দ্রতে অগ্নিসংযোগ করে। ভোট কেন্দ্রে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশের এসআই  আশরাফ হোসেন বলেন, পাইককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগে থেকেই কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পরপরই পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপ করাসহ হামলা চালিয়ে ২টি মোটর সাইকেল ও ২টি মাহেন্দ্রতে অগ্নিসংযোগ করে। এ সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ